দেশ বিভাগে ফিরে যান

হিমাচলপ্রদেশ: নির্বাচনে টিকিট বণ্টন নিয়ে ধুন্ধুমার বিজেপি’র অন্দরে

October 18, 2022 | < 1 min read

বাম দিকে হিমাচলপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, ডানদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেমকুমার ধুমল, ছবি সৌঃ PTI, Facebook

গত শুক্রবার হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১২ নভেম্বর এক দফাতেই নির্বাচন হবে। নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৫ অক্টোবর। স্ক্রুটিনি হবে ২৭ অক্টোবর। নির্বাচনের দিন ঘোষণা হতেই টিকিট বন্টন নিয়ে ধুন্ধুমার বিজেপি’র অন্দরে। টিকিট বণ্টনকে ঘিরে বর্তমান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর (Jai Ram Thakur) ও প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেমকুমার ধুমল(Prem Kumar Dhumal)- দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছে হিমাচলপ্রদেশ (Himachal Pradesh) বিজেপি।

জেপি নাড্ডার নিজের রাজ্য হিমাচলে টিকিট বণ্টন নিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সোমবার দিল্লির হরিয়ানা ভবনে হিমাচল বিজেপি’র কোর কমিটির বৈঠক হয়। আট ঘণ্টা ধরে আলোচনার পরও টিকিট বণ্টন নিয়ে কোনও সমাধান সূত্র মেলেনি। রাতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে ফের কোর কমিটির বৈঠক বসে। বিজেপি (BJP)  সূত্রে খবর, গভীর রাত পর্যন্ত চলা সেই বৈঠকেও টিকিট বন্টন নিয়ে টানাপোড়েন চলেছে। জানা গিয়েছ, পরিস্থিতি এতটাই জটিল যে, মাত্র ৬৮টি আসনের হিমাচল বিধানসভার প্রার্থী তালিকা দুটি পর্যায়ে ঘোষণা করতে পারে বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Himachal Pradesh, #Prem Kumar Dhumal, #Jai Ram Thakur

আরো দেখুন