দেশ বিভাগে ফিরে যান

ভারতের গরিব রাজ্যগুলির তালিকায় আর নেই বাংলা, বলছে অক্সফোর্ডের সমীক্ষা

October 19, 2022 | < 1 min read

১৮ অক্টোবর অর্থাৎ গতকাল আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবসে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ তরফে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, ২০০৫-০৬ থেকে ২০১৯-২১ সালের মধ্যে ভারতে দরিদ্র মানুষের সংখ্যা ৪১.৫ কোটি হ্রাস পেয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ২০০৫-০৬ সালে দারিদ্রের হার ৫৫.১ শতাংশ ছিল, ২০১৯-২১ সালে তা কমে ১৬.৪ শতাংশে এসে পৌঁছেছে। সেই সঙ্গেই রিপোর্টেই বলা হয়েছে, বিশ্বের মধ্যে ভারতেই সর্বাধিক গরিব মানুষের বসবাস করে। রিপোর্ট অনুযায়ী, ভারতের গরিব রাজ্যগুলির তালিকায় নেই বাংলা।

যদিও দেশের দারিদ্র্য কমার সাফল্যের কৃতিত্ব নিতে ময়দানের ঝাঁপিয়ে পড়েছে মোদী সরকার। অপর দিকে, ভারতে দারিদ্র হ্রাসের এই ঘটনাকে ‘ঐতিহাসিক পরিবর্তন’ বলে আখ্যায়িত করছে রাষ্ট্রপুঞ্জ। প্রতি পরিবারের স্বাস্থ্য, শিক্ষা, জীবনধারণের মানসহ ১০টি সূচকের উপর ভিত্তি করে সমীক্ষা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভারতের শহরাঞ্চলে জনসংখ্যার ৫.৫ শতাংশ মানুষ দরিদ্র সীমার নীচে বসবাস করেন। গ্রামাঞ্চলে ২১.২ শতাংশ মানুষ দারিদ্র সীমার নীচে বসবাস করেন। ২০১৯-২১ অর্থ বর্ষে ভারতের সবচেয়ে গরিব ১০ রাজ্যের তালিকায় বাংলা নেই। অতিমারির ধাক্কা সামলেও এহেন সাফল্যে নজির গড়ল বাংলা। অর্থনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে, রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পের কারণেই বাংলার মানুষের অর্থনীতি দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #West Bengal, #states, #poor, #modi govt, #Rich, #Oxford survey

আরো দেখুন