‘হিন্দি আগ্রাসনে’র অভিযোগ এনে প্রস্তাব পেশ তামিলনাড়ু বিধানসভায়
জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে- এই বিতর্ক নতুন নয়। বরং সম্প্রতি তা আবার নতুন মাত্রা পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) নেতৃত্বাধীন ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটি সুপারিশ করেছে ইংরাজির বদলে সরকারি কাজের ভাষা হোক হিন্দি।
কয়েক দিন আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে কমিটির রিপোর্ট জমা দিয়েছেন শাহ। কমিটির রিপোর্টে সুপারিশ করা হয়েছে, রাষ্ট্রসংঘে ভারতের সরকারি ভাষা হোক হিন্দি (Hindi) । সরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় থেকে আইআইটি ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষাদানের ভাষাও হিন্দিতে হোক। পাশাপাশি হিন্দিভাষী রাজ্যগুলিতে হাইকোর্টের কাজের ভাষাও করা হোক হিন্দিকে। এছাড়াও সরকারি চাকরির পরীক্ষায় বাধ্যতামূলক ইংরাজির জায়গায় এবার থেকে হিন্দি রাখতে হবে। এমনই নানা প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির তরফ থেকে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার তামিলনাড়ু (Tamil Nadu) বিধানসভায় কেন্দ্রের বিরুদ্ধে ‘হিন্দি আগ্রাসনে’র অভিযোগ এনে প্রস্তাব পেশ করল রাজ্য সরকার। জানা গিয়েছে, এরপরই সভাকক্ষ থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।