কালীপুজোয় দুর্যোগ: ঘূর্ণিঝড়ের সম্ভাবনা জোরাল হচ্ছে, জানাল আবহাওয়া দপ্তর

ঘূর্ণিঝড়ের কারণে উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, যাঁরা ইতিমধ্যে সমুদ্রে মাছ ধরতে চলে গিয়েছেন, তাঁদের অবশ্যই ২২ তারিখের মধ্যে ফিরতে হবে

October 19, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

কালীপুজোয় (Kali Puja) ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা ক্রমশ ঘনীভূত হয়ে ২১ তারিখ নাগাদ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। ২৪ তারিখের মধ্যে তা আরও ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

২৪ তারিখ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার গতি কী হবে, ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে, তা পরে জানানো হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, যাঁরা ইতিমধ্যে সমুদ্রে মাছ ধরতে চলে গিয়েছেন, তাঁদের অবশ্যই ২২ তারিখের মধ্যে ফিরতে হবে। ২৩ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen