রাজ্যের নাছোড়বান্দা মনোভাবে বাধ্য হল মোদী সরকার? কাটতে পারে কেন্দ্রের বরাদ্দ জট
রাজ্যের নাছোড়বান্দা মনোভাবে কার্যত বাধ্য হল মোদী সরকার? কাটতে পারে কেন্দ্রের প্রকল্পের আটকে থাকা বরাদ্দের জট। দীর্ঘদিন ধরেই বাংলার প্রতি মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং এ রাজ্যের শাসক দল। অভিযোগ, বাংলার বহু প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদী সরকার (Modi Govt)। কিন্তু অবশেষে রাজ্যের লড়াইয়ের কাছে নতিস্বীকার কেন্দ্রের।
১০০ দিনের কাজসহ (100 Days Work) গ্রামোন্নয়নের একাধিক প্রকল্প খাতে কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে খুলতে চলেছে জট। গ্রামোন্নয়নের কাজে যেকোনওরকম অনিয়মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে রাজ্যে। রাজ্যের তরফে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ পাঠানো হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহ (Giriraj Singh) এবং বাংলার পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারের (Pradip Mazumdar) মধ্যে ফোনে কথা হয়েছে। আগামী সপ্তাহেই দুজনের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই গত আড়াই মাস ধরে কেন্দ্রের মন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। অবশেষে দুজনের বৈঠক হতে চলেছে। বৈঠকে ১০০ দিনের কাজসহ গ্রামোন্নয়নে বরাদ্দ নিয়েই তারা আলোচনা করতে পারেন বলে শোনা যাচ্ছে।