খেলা বিভাগে ফিরে যান

ISL-এ নর্থ ইস্ট ইউনাইটেড কে হারিয়ে মরশুমের প্রথম জয় পেল ইস্টবেঙ্গল

October 20, 2022 | < 1 min read

ডার্বির আগে চলতি মরশুমের প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেডকে হারাল ৩-১ গোলে । এবারের ISL-এ ৩ ম্যাচ খেলে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল, ফলে লিগ টেবিলে তারা এখন সাত নম্বরে । এর পর ২৯ অক্টোবর যুবভারতীতে এটিকে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছি লাল হলুদ ব্রিগেড। ISL-এ মোট ৪৩টি ম্যাচ খেলে ইটা ইস্টবেঙ্গলের পঞ্চম জয়।

আজ শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল। পাঁচ গোল হতে পারত। ম্যাচের ১১ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ক্লেইটন সিলভা। বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল তারা। ম্যাচের ৫৩ মিনিটে ইস্টবেঙ্গলের পক্ষে আবার গোল করে ২-০ করেন কিরিয়াকু। এর পর ম্যাচের ৮৪ মিনিটে ইস্টবেঙ্গলের পক্ষে গোল করে ৩-০ করেন ডহের্টির। ইনজুরি টাইমে, ৯০+২ মিনিটে ম্যাট ডার্বিশায়ার নর্থ ইস্টের হয়ে একটি গোল শোধ করেন, স্কোরলাইন হয় ৩-১।

TwitterFacebookWhatsAppEmailShare

#North east United, #East Bengal, #ISL

আরো দেখুন