এবার মোর্চা নিয়ে গুঁতোগুঁতি, পদ খোয়াচ্ছেন বঙ্গ BJP-র যুব, মহিলা এবং এসসি শাখার প্রধানরা
ফের কোন্দল, এবার মোর্চা নিয়ে উত্তপ্ত বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপির তিন মোর্চা সভাপতির অপসারণকে কেন্দ্র করে নতুন করে কোন্দল শুরু হয়েছে। শোনা যাচ্ছে, যুব, মহিলা এবং এসসি মোর্চা নিয়ে তীব্র আসন্তোষ প্রকাশ করেছেন দিল্লির নেতারা। সোমবার বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পান্ডে বলেছিলেন বঙ্গ বিজেপির শাখা সংগঠনগুলি থেকে নাকি ঝাঁঝ উবে গিয়েছে। বৃহস্পতিবার বিজেপির সাতটি মোর্চাকে নিয়ে এক বিশেষ বৈঠক আয়োজিত হয়েছিল। বাংলার রাজনৈতিক কর্মকাণ্ডে যুব ও মহিলা কর্মীদের রাস্তায় নামতে দেখা যাচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।
সল্টলেকের ইজেডসিসিতে ডাকা বিশেষ বৈঠককে সাতটি মোর্চা মিলিয়ে ৮০০ প্রতিনিধি হাজির থাকার কথা থাকলেও, ২০০ পদাধিকারী গরহাজির ছিলেন। যদিও প্রতিনিধিদের সংখ্যাতে নাকি জল মেশানো হয়েছে, এমনটাই অভিযোগ বঙ্গ বিজেপির একাংশের। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই তিনটি মোর্চার প্রধানদের পদে বদল আনা হবে। বর্তমান পদাধিকারীদের অপসারণ নাকি কার্যত নিশ্চিত।