কেবিসির সেটে দুর্ঘটনার কবলে বিগ বি, রক্তপাতের পর হাসপাতালে শাহেনশা!
অমিতাভের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছে আসমুদ্রহিমাচল।
October 23, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আবারও দুর্ঘটনার শিকার বলিউডের বিগ বি। নিজের ব্লগেই অভিনেতা জানিয়েছেন, KBC-র শ্যুটিং সেটে এক ধারালো ধাতুর আঘাতে বর্ষীয়ান অভিনেতার বাম পায়ের কাফ মাসলের একটি শিরা কেটে যায়। রক্তপাত শুরু হতেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় অমিতাভ বচ্চনকে। অভিনেতা নিজেই জানিয়েছেন, তাঁর পায়ে একাধিক স্টিচ পড়েছে।
চিকিৎসকরা অমিতাভকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি নিজেই জানিয়েছেন, আপাতত তাঁকে উঠে দাঁড়াতে বারণ করা হয়েছে। হাঁটাচলা, এমনকী ট্রেডমিলে হাঁটাও নিষেধ। তবে অভিনেতা অনুরাগীদের জানিয়েছেন, তিনি অনেকটাই ভালো আছেন।
অমিতাভের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভক্তকুল। সকলেই তাঁর আরোগ্য কামনা করেছেন।