খেলা বিভাগে ফিরে যান

ডনের দেশে কোহলির দাদাগিরি, মেলবোর্নের ইনিংসকেই দিলেন সেরার তকমা

October 23, 2022 | 2 min read

৬.১ ওভারে ৩১ রানে চার উইকেট, পাক পেসারদের দাপটে একে একে ফিরে গিয়েছেন রাহুল, রোহিত, সূর্যকুমার যাদব এবং অক্ষর প্যাটেল। রানের পাহাড়ে ডিঙাতে হবে, ওপারে জয়। থামলেই শেষের পাতায় হেডলাইন। রাজা তো সামনের পাতাই বেছে নেন। কঠিন লড়াইটা করে গেলেন বিরাট কোহলি। মেলবোর্নে লেখা হল প্রতিশোধের ইতিহাস।

গতবছর টি-২০ বিশ্বকাপে অধিনায়ক কোহলির ভারত প্রথমবার বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের কাছে হারে। আজ ২৩ অক্টোবর ২০২২ মেলবোর্ন, কেটে গিয়েছে এক বছর। আরও সমালোচনায় বিদ্ধ হয়েছেন বিরাট। পুড়ে সোনা হয়েছে। ব্যাট হাতে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে বিশ্বকাপ ও এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারের বদলা নিলেন কিং। ৬টি চার ও চারটি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

পন্টিংয়ের দেশে ১০টি ২০ ওভারের ম‍্যাচে ৬৪.৪৩ গড়ে ৪৫১ রান, ৫ টা হাফ সেঞ্চুরি মালিকা নিজের রেকর্ডের সঙ্গে যোগ্য বিচার করলেন। ১৮ তম ওভারে বল করতে এলেন শাহিন আফ্রিদি, তিনটে চার মেরে ওখানেই ম্যাচ ঘুরিয়ে দিলেন কোহলি। ১৯ তম ওভারে চার নম্বর বলে ব্যাকফুটে গিয়ে ছয়টা বলেই দিয়েছিল আজ রাজার দিন। অধিনায়ক রোহিতও বলে গেলেন, তাঁর দেখা ভারতের হয়ে খেলা বিরাটের অন্যতম সেরা ইনিংস।

বিরাট কোহলি নিজেও জানিয়ে দিলেন, টি-টোয়েন্টি কেরিয়ারে এটাই তাঁর সেরা পারফরম্যান্স। রুদ্ধশ্বাস ইনিংস খেলে দলকে জেতানোর পরে কথা হারিয়ে ফেলেছেন বিরাট। সঞ্চালকের প্রশ্নের জবাব দিতে গিয়ে বারবার গলা বুজে আসে তাঁর। বিরাটকে জিজ্ঞাসা করা হয়, জীবনের সেরা টি-টোয়েন্টি ইনিংস কি এটাই? তিনি বললেন, “২০১৬ সালে মোহালিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮২ রানের ইনিংস খেলেছিলাম। এতদিন ওটাই আমার টি-টোয়েন্টি কেরিয়ারের সেরা ইনিংস ছিল। কিন্তু আজকের ম্যাচের পর, এটাই আমার জীবনের সেরা টি-টোয়েন্টি ইনিংস।”

TwitterFacebookWhatsAppEmailShare

#pakistan, #Virat Kohli, #Melbourne, #best performance, #India

আরো দেখুন