বিনোদন বিভাগে ফিরে যান

প্রয়াত জাতীয় পুরস্কারবিজয়ী চিত্রপরিচালক পিনাকী চৌধুরী

October 24, 2022 | < 1 min read

আলোর উৎসবের মাঝেই শোকের অমানিশা। প্রয়াত হলেন জাতীয় পুরস্কারবিজয়ী চিত্রপরিচালক পিনাকী চৌধুরী। একমাস রোগভোগের পর আজ প্রয়াত হলেন পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। প্রয়াত পরিচালকের পরিবার সূত্রে খবর, হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন পিনাকীবাবু। দু-সপ্তাহ আগে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকরা বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রবিবার রাতে পিনাকীবাবুকে লেকগার্ডেন্সের বাড়িতে নিয়ে আসা হয়। আজ ভোর তিনটে পনেরো নাগাদ নিজের বাড়িতেই প্রয়াত হন পরিচালক।

চলচ্চিত্র জগতে প্রযোজক হিসেবে জীবন শুরু করেছিলেন তিনি। তারপর পরিচালনায় আসা। ১৯৮৩ সালে সৌমিত্র ও তনুজা জুটিকে নিয়ে বানিয়েছিলেন চেনা অচেনা। কাকাবাবুর গল্প নিয়েও ছবি বানিয়েছেন পিনাকীবাবু। ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল কাকাবাবু হেরে গেলেন?। নাম ভূমিকায় ছিলেন সব্যসাচী চক্রবর্তী। নয়ের দশকে মুক্তি প্রাপ্ত সংঘাত ছবির জন্যে প্রথম জাতীয় পুরস্কার লাভ করেছিলেন তিনি। ২০০৭ সালে বালিগঞ্জ কোর্ট সিনেমার জন্য দ্বিতীয়বার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। বাবা-ছেলের গল্প সমালোচকদের প্রশংসা আদায় করে নিয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengali Cinema, #Tollywood, #Director, #RIP, #Pinaki Chowdhury, #National award winning director

আরো দেখুন