এবার ডিসেম্বরেই জাঁকিয়ে শীত! কেমন থাকবে কদিনের আবহাওয়া?
দিনপঞ্জি বলছে কার্তিক মাসের আজ ৮ তারিখ। হেমন্ত চলছে, ইতিমধ্যেই বর্ষা আনুষ্ঠাকিভাবে দেশ থেকে বিদায় নিয়েছে। দিন ছোট হতে শুরু হয়েছে, শুষ্ক উত্তরে হাওয়া সক্রিয় হয়েছে। দক্ষিণবঙ্গে একটু একটু শীতের ছোঁয়া লাগছে। প্রতিদিনই ভোররাতে শীতের ছোঁয়া লাগছে। আবহাওয়াবিদরা বলছেন, শীত আসতে এখনও ঢের দেরি। ভোর রাতের ঠান্ডা হাওয়া কেবল সাময়িক। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কাশ্মীর ও উত্তরাখণ্ডের উপরের অংশে মাঝে তুষারপাতের দেখা মিলেছিল। উত্তরে হাওয়া এখনই তীব্র হাওয়ার কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনেই তাপমাত্রা বাড়বে।
কলকাতা, সংলগ্ন শহরতলি এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রির আশপাশে। স্বাভাবিকের থেকে প্রায় ১-২ ডিগ্রি কম। সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টিপাত হাওয়ায় কিছুটা তাপমাত্রা হ্রাস পেয়েছিল। আবার পশ্চিমাঞ্চলের কোনও কোনও জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। সুন্দরবনে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি কমে, যা অক্টোবর মাসের নিরিখে ইতিমধ্যেই রেকর্ড হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, পরবর্তী কয়েকদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরেই থাকবে। সকালের হালকা শীতের আমেজ বেলা বাড়লে ভ্যানিশ হয়ে যাচ্ছে।
আবহাওয়াবিদদের বক্তব্য, কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ এবং ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে স্থায়ীভাবে কয়েকদিন ধরে বিরাজ করলেই, শীতকাল পড়েছে বলে ধরে নেওয়া হয়। আবহাওয়াবিদদের মতে, এখনই সেই পরিস্থিতি আসছে না। তাদের মতে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কলকাতায় জাঁকিয়ে শীত পড়ে। তখন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি বা তার নীচে থাকে, সব ঠিক থাকলে সেই সময়ই শীত পড়তে চলেছে।