জলবায়ু পরিবর্তন ডেকে আনবে খাদ্য সংকট, ল্যানসেটের রিপোর্টে শঙ্কায় ভারত?

এদেশে রবি মরশুমের প্রধান ফসল হল গম, ইতিমধ্যেই মরশুম শুরু হয়ে গিয়েছে। কিন্তু কোথায় কত জমিতে, কী পরিমাণ গমের চাষ হয়েছে, তা নিয়ে কৃষিমন্ত্রকের কাছে নেই কোনও তথ্যই নেই।

October 27, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিশ্ব উষ্ণায়ণ ও জলবায়ু পরিবর্তন (climate change) বিপদ ডেকে আনছে। কয়লা, পেট্রলিয়ামের মতো জীবাশ্ম-জ্বালানির মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে গোটা পৃথিবীই বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতের ছবিটাও একই। যত দিন যাচ্ছে, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, কোনও না কোনও প্রান্তে খরা, অস্বাভাবিক বৃষ্টি, অসময়ের বৃষ্টি বেড়েই চলেছে। স্বাস্থ্য এবং খাদ্য উৎপাদনে অশনি সংকেত দেখা যাচ্ছে। আন্তর্জাতিক পত্রিকা দ্য ল্যানসেটের রিপোর্ট প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়েছে, এবার কী করবে মোদী সরকার (Modi Govt)।

মূলত অক্টোবর থেকে মার্চ অবধি, রবি মরশুম। এদেশে রবি মরশুমের প্রধান ফসল হল গম, ইতিমধ্যেই মরশুম শুরু হয়ে গিয়েছে। কিন্তু কোথায় কত জমিতে, কী পরিমাণ গমের চাষ হয়েছে, তা নিয়ে কৃষিমন্ত্রকের কাছে নেই কোনও তথ্যই নেই। কৃষিমন্ত্রকের তথ্য বলে, রবি মরশুমে প্রায় ৩০৪.৪৭ লক্ষ হেক্টর জমিতে গমের চাষ হয়। কিন্তু চলতি বছর আবহাওয়ার কারণে, ধান তোলার কাজ বিলম্বিত হয়েছে। ফলত, সঙ্গত কারণেই গম চাষের সময়ও পিছিয়ে যাচ্ছে।

ল্যানসেট-এর দাবি, জলবায়ু পরিবর্তন, ক্রম বর্ধমান তাপপ্রবাহের কারণে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। গোটা বিশ্বের প্রায় ২৯ শতাংশ কৃষিজমিতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক পড়েছে। কৃষিকাজ ভাল না হওয়ায়, ফলন কমেছে। উৎপাদনের ঘাটতি হলেই চাহিদা বাড়ে, মূল্যবৃদ্ধি হয়, পাশাপাশি দেখা দেয় খাদ্য সংকট। ভুট্টা, ধান-গম, সব কিছুরই ফলনের সময়কাল বৃদ্ধি পেয়েছে। মেয়াদ বৃদ্ধিও খাদ্য সংকট তৈরি করে। পরিবেশবিদ, বিশেষজ্ঞ, কৃষি বিজ্ঞানীরা এর থেকে পরিত্রাণের উপায় খুঁজছেন। চিরাচরিত কৃষিকাজের পাশাপাশি বিকল্প পদ্ধতিতেও চাষের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen
দিন বাকি