খেলা বিভাগে ফিরে যান

বিরাট, রোহিত, সূর্যর হাফ সেঞ্চুরি, নেদারল্যান্ডসের সামনে লক্ষ্য ১৮০

October 27, 2022 | < 1 min read

টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২২-এর ২৩তম ম্যাচে সিডনিতে মুখোমুখি ভারত-নেদারল্যান্ডস। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিনও দাগ কাটতে পারলেন না রাহুল। মাত্র ৯ রানে পল ভ্যান ম্যাকেরেনের বলে প্যাভেলিয়নে ফেরেন রাহুল। তারপর জুটি বেঁধে লড়তে শুরু করেন রোহিত ও কোহলি। ১০ ওভার শেষে ভারতের স্কোর হয় ৬৭/১। ১১তম ওভারে নিজের অর্ধ শতরান পূর্ণ করেন অধিনায়ক রোহিত। পরের ওভারেই ক্লাসসেনের বলে অ্যাকারম্যানের হাতে ধরা পরেন রোহিত। চারটি চার ও তিনটি ছক্কায় সাজানো ঝকঝকে ইনিংস খেলে গেলেন অধিনায়ক রোহিত।

মাঠে নামেন সূর্য কুমার যাদব। এদিন শুরু থেকেই বেশ ছন্দে ছিলেন তিনি। ১৪তম ওভারে ১০০ রান পূর্ণ হয় ভারতের। ভারতের ইনিংসের ১৭তম ওভারে অর্ধ শতরান পূরণ করেন পাক বধের নায়ক বিরাট কোহলি। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২২-এর পরপর দুই ম্যাচে কিং কোহলি হাফ সেঞ্চুরি করায়, বিরাট অনুরাগী থেকে শুরু করে ভারতীয় সাজঘর সর্বত্র স্বস্তি আমেজ পরিলক্ষিত হচ্ছে। হাফ সেঞ্চুরি করেন সূর্য কুমারও। সাতটি চার ও দুটি ছক্কা হাকিয়ে ​২৫ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন সূর্য কুমার। ৪৪ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন বিরাট। আজ তিনটি চার ও জোড়া ছক্কা এসেছে বিরাটের ব্যাটে। ভারতের সর্বশেষ স্কোর ১৭৯/২, নেদারল্যান্ডসের জয়ের জন্যে দরকার ১৮০ রান।

TwitterFacebookWhatsAppEmailShare

#T20 World Cup, #India vs Netherlands

আরো দেখুন