খেলা বিভাগে ফিরে যান

হাফ সেঞ্চুরির হ্যাট্রিকের পর দুরন্ত বোলিংয়ে নেদারল্যান্ডস বধ ভারতের

October 27, 2022 | < 1 min read

চলতি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের গ্ৰুপে পর্যায়ের দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেল ভারত। আজ সিডনিতে মুখোমুখি হয়েছিল ভারত-নেদারল্যান্ডস। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত। এদিনও ব্যর্থ হন রাহুল। মাত্র ৯ রানে পল ভ্যান ম্যাকেরেনের বলে প্যাভেলিয়নে ফেরেন রাহুল। বিরাট, সূর্য কুমার যাদব, রোহিত, তিনজনের অর্ধ শতরানে ভর করে ভারতের ইনিংস শেষ হয় ১৭৯/২, নেদারল্যান্ডসের জয়ের জন্যে ১৮০ রানের টার্গেট রাখেন ভারতীয় ব্যাটসম্যানরা। জবাবে ৯ উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের ইনিংস শেষ হয় ১২৩ রানে। ভারত ৫৬ রানে জয়ী হয়।

চারটি চার ও তিনটি ছক্কায় সাজানো ইনিংস খেলেন অধিনায়ক রোহিত। এদিন জ্বলে ওঠেন সূর্য কুমার যাদব। ভারতের ইনিংসের ১৭তম ওভারে অর্ধ শতরান পূরণ করেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২২-এর পরপর দুই ম্যাচে কিং কোহলি হাফ সেঞ্চুরি করায়, বিরাট অনুরাগী রীতিমতো ফুটছে। হাফ সেঞ্চুরি করেন সূর্য কুমারও। সাতটি চার ও দুটি ছক্কা হাকিয়ে ​২৫ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন সূর্য কুমার। আজ তিনটি চার ও জোড়া ছক্কা এসেছে বিরাটের ব্যাটে। ​​৪৪ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন বিরাট।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #T20 World Cup, #India vs Netherlands

আরো দেখুন