প্রতি রাজ্যে NIA-র শাখা খুলে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ? সরব বিরোধীরা
বৃহস্পতিবার রাজ্যগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে চিন্তন শিবির শুরু হয়েছে হরিয়ানার সুরজকুণ্ডে। শুরুতেই এই বৈঠকের নাম নিয়ে বিতর্ক হয়েছিল, কেন বিজেপির দলীয় কর্মসূচির নামেই সরকারি অনুষ্ঠানের নাম। এর পর নতুন বিতর্ক দানা বেধেছে শিবিরের প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি গুরুত্বপূর্ণ ঘোষণার পর। শাহ জানিয়েছেন, আগামী দু’বছরের মধ্যে দেশের প্রতিটি রাজ্যে জাতীয় তদন্ত সংস্থা NIA-এর শাখা খোলা হবে।
NIA নির্দিষ্ট কোনও এলাকার বাইরে গিয়েও তদন্ত করতে পারবে, এরকমই অধিকার দেওয়া হয়েছে। কোনও এলাকায় তদন্তে সীমাবদ্ধ রাখা হচ্ছে না এই সংস্থাকে। দরকার পরবে না রাজ্যেগুলির অনুমতির। আর ঠিক বিষয়কে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। আপত্তি জানিয়েছে বিভিন্ন বিরোধী দল। বিরোধী দলগুলি বলছে আইন-শৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত হলেও, ঘুরপথে তা লঙ্ঘন করছে কেন্দ্র।
এদিন চলতি অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের বিজেপি সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এক্ষেত্রে সাফল্যের জন্য শক্তিশালী করা হচ্ছে NIA এবং অন্যান্য সংস্থাগুলিকে।