← রাজ্য বিভাগে ফিরে যান
পয়লা নভেম্বর শুরু দুয়ারে সরকার, নতুন পরিষেবার মধ্যে জমির পাট্টা, বিদ্যুতের সমস্যা
পয়লা নভেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির। অন্যান্য পরিষেবার সঙ্গে এই শিবিরের মাধ্যমে যোগ হয়েছে আরও দু’টি গুরুত্বপূর্ণ পরিষেবা। সাধারণ মানুষ এবার জমির পাট্টা পেতেও এই শিবিরে গিয়ে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি, প্রশাসন মানুষের দুয়ারে পৌঁছবে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন জমা নিতে এবং বিদ্যুৎ বিলের বকেয়া সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি করতে।
সূত্রের খবর, এই শিবিরের মাধ্যমে এবার মোট ২৭টি পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দেবে সরকার। শুধু আবেদনপত্র জমা নেওয়াই নয়, সমস্ত সমস্যার নিষ্পত্তিও করতে হবে দুয়ারে সরকার শিবির শেষ হওয়ার এক মাসের মধ্যে। জমা পড়া আবেদনের নিষ্পত্তি করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। এর পাশাপাশি ১ নভেম্বর থেকেই শুরু হচ্ছে পাড়ায় সমাধান শিবির যা ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।