জমে উঠেছে T-20 Worldcup-এর লড়াই, আজ পার্থে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা
ডনের দেশে জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই। যদিও বরুণ মাঝে মাঝে বাদ সাধছেন। আজ ৩০ অক্টোবর চলতি টি-২০ বিশ্বকাপের সুপার-১২ পর্যায়ে মুখোমুখি হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। ভারত ইতিমধ্যেই তাদের প্রথম দুই ম্যাচ জিতে নিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা বড় জয় ছিনিয়ে নিয়েছে। তবে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে এগিয়ে থেকেও বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগিতেই প্রোটিয়াদের সন্তুষ্ট থাকতে হয়েছে। আজ রবিবার পার্থের অপ্টাস স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা।
পার্থে কাগিসো রাবাডা, অনরিখ নোখিয়াদের মুখোমুখি হবেন রোহিত, কোহলিরা। পাকিস্তানের বিরুদ্ধে জিতেই বিশ্বকাপে অভিযান শুরু করেছে ভারত। প্রত্যাশা মতোই বৃহস্পতিবার ডাচদের বিরুদ্ধে জয়ের পর চার পয়েন্ট নিয়ে গ্ৰুপ তালিকার শীর্ষে এখন ভারত। টিম ইন্ডিয়ার জন্যে সবচেয়ে স্বস্তির খবর বিরাট কোহলির রানে ফেরা।
রবিবার চলতি বিশ্বকাপের তৃতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। অন্যদিকে, প্রতিপক্ষ দক্ষিণ অফ্রিকা, গ্ৰুপ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। প্রোটিয়াদের সংগ্রহ তিন পয়েন্ট। অক্টবরের শুরুতেই ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু চলতি বিশ্বকাপে নেট রানরেটের বিচারে অনেকটাই এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ভারতের নেট রানরেট +১.৪২৫। বাংলদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতার সুবাদে দক্ষিণ আফ্রিকার নেট রানরেট +৫.২০০। গ্ৰুপ শীর্ষে থেকে সেমিফাইনালে যেতে হলে রোহিতদের রবিবারের ম্যাচ জিততেই হবে।
দক্ষিণ আফ্রিকা হারলে লাভ হবে পাকিস্তানের। তাদের সামনে শেষ চারে যাওয়ার পথ খোলা থাকবে। তাই এই ম্যাচ গ্রুপের সকলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, পাকিস্তানের সামনেও শেষ চারে যাওয়ার কঠিন লড়াই।