আসছে নয়া সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্লুস্কাই, টুইটারের সঙ্গেই কি লড়াই?
সম্প্রতিক টুইটারের হর্তাকর্তা বিধাতা হয়েছেন ধনকুবের এলন মাস্ক। ইতিমধ্যেই টুইটারের একাধিক কর্তাকে ছেঁটেও ফেলেছেন মাস্ক।
জল্পনা চলছে, টুইটারের বিকল্প তৈরিতে উঠে পড়ে লেগেছেন টুইটারের প্রাক্তন কর্তা তথা সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসে। শোনা যাচ্ছে, আসতে চলেছে ‘ব্লুস্কাই’ নামের নয়া এক সোশ্যাল মিডিয়া অ্যাপ। তবে এখন তার পরীক্ষা-নিরীক্ষা চলছে বলেই খবর।
কিছুদিন আগেই জ্যাক ব্লুস্কাইর জন্য বিটা টেস্টারদের সাহায্য চেয়েছিলেন। গত মঙ্গলবার এক বিবৃতিও প্রকাশ করেছেন তারা, তাদের বক্তব্য ব্লুস্কাই এখন বিভিন্ন বিষয়ে পরীক্ষার পর্যায়ে রয়েছে। নানান পক্ষের সহযোগিতায় অ্যাপটি তৈরি হবে। আপাতত ব্যক্তিগত স্তরেই বিটা প্রকাশ করা হয়েছে। যাতে কোনও সমস্যা দেখা দিলে, তার সমাধান যায়। ব্লুস্কাই কি টুইটারের বিকল্প কিনা সে জল্পনায় নিজেই জল ঢেলেছেন জ্যাক। তাঁর মতে, এই অ্যাপ কোনও সংস্থার প্রতিদ্বন্দ্বী নয়। সমাজ মাধ্যম ব্যবহারকারীদের তথ্য ও সমাজ মাধ্যমের মৌলিক বিষয়গুলিকেই ব্লুস্কাই প্রাধান্য দেবে।
প্রসঙ্গত, ২০১৯ সালে টুইটারই এই অ্যাপ তৈরি করেছিল। ২০২১ সালে নভেম্বর মাসে টুইটারের সিইও এবং চলতি মে মাসে সংস্থার বোর্ড, দুই জায়গা থেকেই জ্যাক পদত্যাগ করেন। মাস্ক টুইটারের মালিকানা নিতেই ব্লুস্কাইকে নিয়ে আসার তোড়জোড় আরম্ভ হয়েছে।