কাজি নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া-সহ আরও ৩ জায়গাকে ‘হেরিটেজ’ তকমা

পর্যটকদের কবির জন্মভিটেতে আনার জন্য পর্যটন দপ্তর ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে।

November 1, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া-সহ কবির স্মৃতিবিজরিত আরও তিনটি জায়গাকে ‘হেরিটেজ’ তকমা দিল রাজ্য হেরিটেজ কমিশন।

একথা জানিয়েছেন আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সাধন চক্রবর্তী। তিনি বলেন, ‘ইতিমধ্যেই কমিশনে এই ঘোষণা সহ নির্দেশিকা আমাদের কাছে এসে পৌঁছেছে। নজরুল অ্যাকাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা এবং কাজি নজরুলের ভ্রাতুষ্পুত্র কাজি রেজাউল করিম সহ চুরুলিয়াবাসী এই ঘোষনায় খুশি প্রকাশ করেছেন। ।

পর্যটকদের কবির জন্মভিটেতে আনার জন্য পর্যটন দপ্তর ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে। ভাবা হচ্ছে, এর ফলে গোটা চুরুলিয়ার চেহারাটা একবারে বদলে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen