দেশ বিভাগে ফিরে যান

ভারতের গ্রামীণ এলাকায় সোনার চাহিদা মুদ্রাস্ফীতির কারণে হ্রাস পেয়েছে?

November 1, 2022 | < 1 min read

কিছুদিন আগেই শেষ হয়েছে ধনতেরাস ও দীপাবলির উৎসব। এই উৎসবে অনেক ভারতবাসী সোনা কেনেন। কিন্তু মুদ্রাস্ফীতির কারণে হ্রাস হয়েছে গ্রামে বসবাসকারী মানুষের সোনা কেনার চাহিদা। এর ফলে অক্টোবর থেকে ডিসেম্বর মাসে ভারতের সোনার ব্যবহার এক বছর আগের তুলনায় প্রায় এক চতুর্থাংশ কমতে পারে, মঙ্গলবার বিশ্ব গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) জানিয়েছে।

সোনা কেনার ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত। গত দুই বছরেরও বেশি সময়ের এখানে সোনার দাম সর্বনিম্ন স্তরের কাছাকাছি বিচরণ করছে।

তবে, সোনা আমদানির চাহিদা কমে যাওয়া ভারতের বাণিজ্য ঘাটতি কমাতে এবং টাকার দামকে ওঠাতে করতেও সাহায্য করতে পারে।

উচ্চ মুদ্রাস্ফীতি গ্রামীণ চাহিদা কমাতে পারে। গত বছরের COVID-19-এর জন্য লকডাউনের পর এই চাহিদা কিছুটা হয়েও বাড়ছিল।

প্রসঙ্গত, সেপ্টেম্বরে ভারতের বার্ষিক মুদ্রাস্ফীতির হার ৭% এর উপরে।

ভারতের সোনার চাহিদার দুই-তৃতীয়াংশ সাধারণত গ্রামীণ এলাকা থেকে আসে, যেখানে গয়না হল ঐতিহ্যবাহী সম্পদের ভাণ্ডার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Villages, #gold, #inflation, #Economy India, #Gold market

আরো দেখুন