লিগ ঘরে তুলেছে মহামেডান স্পোর্টিং, নিয়মরক্ষার ডার্বি জিততে মরিয়া দুই শিবির

সুপার ফাইভের আগের তিনটি ম্যাচের একটিতেও জিততে পারেনি লাল-হলুদ শিবির। উল্টো দিকে, তিনটে ম্যাচ খেলে তিনটেতেই জিতেছে মহামেডান

November 1, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

টানা দুবার লিগ চ্যাম্পিয়ন হল সাদা-কালো বাহিনী। আজ কিশোরভারতী স্টেডিয়ামে ডার্বি জিতেই লিগ জয়ের আনন্দে মাততে চাইছে মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting Club)। মঙ্গলবারের ম্যাচ দুই দলেরই সম্মানের লড়াই। ইস্টবেঙ্গল মহামেডানকে হারিয়ে জয় দিয়েই এবারের লিগ শেষ করতে চাইছে। আর অন্যদিকে, মহামেডান ফুটবলাররা চাইছেন নিষ্কন্টক লিগ জয়। শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়ে কিশোরভারতী স্টেডিয়ামেই লিগ জয়ের উৎসব পালন করতে।

ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই এগিয়ে মহামেডান। সুপার ফাইভের আগের তিনটি ম্যাচের একটিতেও জিততে পারেনি লাল-হলুদ শিবির। উল্টো দিকে, তিনটে ম্যাচ খেলে তিনটেতেই জিতেছে মহামেডান। ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে খেলতে নামার আগেই লিগ ঘরে তুলে ফেলেছেন তারা।

এদিন প্রচুর সাদা-কালো সমর্থক মাঠে হাজির হতে পারে, সে কথা মাথায় রেখেই পুলিশ ৮ হাজারের বেশি সমর্থক মাঠে প্রবেশের অনুমতি দেয়নি। লাল হলুদ কোচ বলছেন, তারা শেষ ম্যাচ জেতার চেষ্টা করবেন। অন্যদিকে, মহামেডানের তারকা স্ট্রাইকার মার্কাস যোশেফ বলছেন, সমর্থকদের সামনে ম্যাচ জিতে তিনি লিগ জয়ের আনন্দ করতে চান। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen