রাজ্য বিভাগে ফিরে যান

ডবল ইঞ্জিন রাজ্যগুলিকে পিছিনে ফেলে GST আদায় বৃদ্ধির নিরিখে এগিয়ে বাংলা

November 2, 2022 | < 1 min read

উৎসবের মরশুমে আর্থিক কর্মকান্ড অনেকটাই অক্সিজেন পেয়েছে। বেচাকেনা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি অক্টোবর মাসের জিএসটি আদায় তার সাক্ষ্য বহন করছে। চলতি বছরের অক্টোবরে দেশজুড়ে জিএসটি আদায় হয়েছে ১.৫২ লক্ষ কোটি টাকা। জিএসটি চালু হওয়ার পর থেকে যা দ্বিতীয় সর্বাধিক। গত বছর এর পরিমাণ ছিল ১.৩০ লক্ষ কোটি টাকা, এক বছরে দেশে জিএসটি আদায় ১৬.৬ শতাংশ বেড়েছে। বাংলায় এই বৃদ্ধির হার প্রায় ২৬ শতাংশ। অক্টোবরে এ রাজ্যে জিএসটি বাবদ ৫ হাজার ৩৬৭ কোটি টাকা আদায় হয়েছে। ২০২১-এর অক্টোবরে পরিমাণটা ছিল ৪ হাজার ২৫৯ কোটি টাকা। জিএসটি আদায় বৃদ্ধির নিরিখে এগিয়ে বাংলা, অন্যদিকে বেশ অনেকটাই পিছিয়ে মোদীর-রাজ্য গুজরাত।

চলতি বছরের এপ্রিলের জিএসটি আদায় হয়েছিল ১.৬৮ লক্ষ কোটি টাকা, তা কমে সেপ্টেম্বরে ১.৪৮ লক্ষ কোটিতে নেমে আসে। উৎসবের মরশুম শুরু হতেই বিক্রি বাড়তে থাকে। ভিড় ক্রমেই বাড়তে আরম্ভ করে। বাজার এবং ই-কমার্স সংস্থাগুলি দুইক্ষেত্রই ফুলে ওঠে। মঙ্গলবার প্রকাশ্যে আসা অক্টোবরের জিএসটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, দেশজুড়ে জিএসটি বাবদ ১ লক্ষ ৫১ হাজার ৭১৮ কোটি টাকা আয় হয়েছে। তার মধ্যে সেন্ট্রাল জিএসটি ২৬ হাজার ৩৯ কোটি, স্টেট জিএসটি ৩৩ হাজার ৩৯৬ কোটি, আইজিএসটি ৮১ হাজার ৭৭৮ কোটি টাকা এবং সেস বাবদ ১০ হাজার ৫০৫ কোটি টাকা এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Double engine govt, #GST collection, #West Bengal, #GST, #GST Council

আরো দেখুন