১লা ডিসেম্বর ভোট গুজরাতে, হিমাচলের একইদিনে সঙ্গে বেরোবে ফল
প্রসঙ্গত, ১৮২ সদস্যের গুজরাত বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৮ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার দুপুর ১২টায় গুজরাত বিধানসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী দুই দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে, প্রথম দফায় ১ ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় নির্বাচন হবে ৫ ডিসেম্বর। ভোট গণনা হবে ৮ ডিসেম্বর।
প্রসঙ্গত, ১৮২ সদস্যের গুজরাত বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৮ ফেব্রুয়ারি।
গত মাসে হিমাচল প্রদেশ নির্বাচনের তারিখগুলি প্রকাশ করার সময় গুজরাত নির্বাচনের সময়সূচী ঘোষণা করেনি নির্বাচন কমিশন। হিমাচল প্রদেশে ১২ নভেম্বর একটাই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে, 8 ডিসেম্বর ভোট গণনা হবে।
ভোটগ্রহণের প্রায় এক মাস পরে হিমাচল প্রদেশের গণনার তারিখ রেখে কমিশন স্পষ্ট ইঙ্গিত দিয়েছিল যে গুজরাটের ভোটও 8 ডিসেম্বর গণনা করা হবে। ২০১৭ সালেও এই দুটি রাজ্যের নির্বাচন বিভিন্ন তারিখে ঘোষণা করা হয়েছিল কিন্তু গণনা ১৮ ডিসেম্বর একসাথে হয়েছিল।