রাজ্য বিভাগে ফিরে যান

শীত চলে এল? আবহাওয়া দপ্তর কি বলছে জেনে নিন

November 3, 2022 | < 1 min read

কালীপুজো ও ঘূর্ণিঝড় সিত্রাং-পর্বের পর থেকেই সকালের দিকে বাতাসের শিরশিরানি ভাব শীতের জানান দিচ্ছে। ঠান্ডা হাওয়ায় ভোল বদলাচ্ছে আবহাওয়ার। বেলা বাড়লে অবশ্য রোদের তেজ বাড়ছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া ইতিমধ্যেই শুষ্ক হতে শুরু করে দিয়েছে।

সকালে বাতাসে শিরশিরানি ভাব অনুভূত হচ্ছ। পথচলতি মানুষ কেউ কেউ গায়ে চাদরও টেনে নিচ্ছেন সকালের দিকে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দিন বা রাতের তাপমাত্রায় তেমন কোনও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। কিন্তু আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের পশ্চিমের জেলাগুলি, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে শীতের আমেজ টের পাওয়া যাবে।

উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত আবহাওয়া শুকনো থাকবে বলেই জানা গেছে। আপাতত আগামী পাঁচ দিন সেখানে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। তবে রাতের দিকে হিমেল হাওয়ার কারণে হালকা শীত (Winter) অনুভূত হতে পারে উত্তরের জেলাগুলিতে। সঙ্গে আজ দার্জিলিং এবং কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীতের আমেজ ভাল করে অনুভূত হতে পারে কলকাতায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Winter, #Weather forecast, #Meteorological Centre

আরো দেখুন