খেলা বিভাগে ফিরে যান

হারের জ্বালা মেটাতে ICC –র কাছে কোহলিদের বিরুদ্ধে নালিশ ঠুকতে চলেছে BCB

November 4, 2022 | 2 min read

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্ক ওয়ার্থ লুইস নিয়মে ৫ রানে হার মানতে পারছে না বাংলাদেশ। গত কয়েকবছর ধরেই ভারত-বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা খেলার মাঠের বাইরের বিতর্কের জেরে শিরোনামে থাকছে। অনেক সময়ই বাংলাদেশের সমর্থকদের দেখা গিয়েছে নানারকম অজুহাত নিয়ে হাজির হতে।

এবার তাদের অভিযোগ, ‘ভেজা মাঠে নামতেই চায়নি বাংলাদেশ (Bangladesh)। ভারতের চাপে আম্পায়াররা দ্রুত খেলা শুরু করতে বাধ্য হয়েছেন। মাঠ ভেজা ছিল বলেই লিটন দাসকে রান আউট হতে হয়েছে।’ সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলাবলি করছেন, ‘ডাকওয়ার্থ-লুইস নিয়মে হিসেবে গন্ডগোল ছিল। ১৬ ওভারে বাংলাদেশের টার্গেট আরও কম হওয়া উচিত ছিল।’ তবে বাংলাদেশের সবচেয়ে বড় অভিযোগ, ‘সপ্তম ওভারে নাকি বিরাট কোহলি ‘ফেক ফিল্ডিং’ করেছেন। নিয়ম অনুযায়ী ৫ রান পেনাল্টি প্রাপ্য ছিল বাংলাদেশের।’ আসলে ম্যাচের সপ্তম ওভারে কোহলি যখন পয়েন্টে ফিল্ডিং করছিলেন সেসময় তিনি নাকি হাতে বল না থাকা সত্ত্বেও বল ধরে ছোঁড়ার ভঙ্গি করেন। যা ক্রিকেটের ভাষায় শাস্তিযোগ্য অপরাধ। এতে পাঁচ রানের পেনাল্টি হওয়ার কথা। বাংলাদেশ ব্যাটার নুরুল হাসান এই অভিযোগ করেন ম্যাচ শেষে। কিন্তু ঘটনাচক্রে অন ফিল্ড আম্পায়ররা সেই ঘটনা লক্ষ্য করেননি। লক্ষ্য করলেও সেটা উপেক্ষা করেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) অপারেশনাল ম্যানেজার জালাল ইউনুস দাবি বলেন, ‘ভারতের বিরুদ্ধে খেলায় বাংলাদেশের সঙ্গে এমন দুটি ঘটনা ঘটেছে যেটা অপ্রত্যাশিত। আমরা টিভিতে সবই দেখেছি। বিরাটের ফেক থ্রো নাকি আম্পায়াররা দেখেননি। আর শাকিব বারবার বলা সত্ত্বেও খেলা শুরুর ব্যাপারে আম্পায়ররা তাঁর কথাকে গুরুত্ব দেননি। আমরা সঠিক জায়গায় সবটা জানাব।’ সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাতে এবার আইসিসির (ICC) দ্বারস্থ হবেন বিসিবি’র কর্তারা।

Shakib Al Hasan in conversation with umpires after rain stopped | Getty
আম্পায়ারদের সঙ্গে আলাপচারিতায় সাকিব আল হাসান, ছবি সৌজন্যেঃ Getty

ভারতীয় শিবির অবশ্য এই অভিযোগের ভিত্তি খুঁজে পাচ্ছে না। তারা বরং বলছে, মাঠে দুজন আম্পায়ার ছিলেন, তারা যখন কোনও রিপোর্ট করেননি, হেরে যাওয়া দলের বক্তব্য শুনব কেন?

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #BCCI, #ICC, #Virat Kohli, #BCB

আরো দেখুন