গুজরাত নির্বাচন: শেষবেলায় পেট্রপণ্যের দাম কমিয়ে ভোট টানতে চায় BJP

গুজরাতের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পরই দলের কোর কমিটির সঙ্গে বৈঠকে করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

November 4, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

গুজরাতের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পরই দলের কোর কমিটির সঙ্গে বৈঠকে করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনী কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয় বলে বিজেপি সূত্রের খবর।

গুজরাত বিধানসভা নির্বাচন এবার মোদী-শাহদের কাছে ‘প্রেস্টিজ ফাইট’। টানা ২৭ বছর বিজেপি ক্ষমতায় থাকার পর গুজরাতে এখন সরকার বিরোধী হাওয়া। তার উপর বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের উপর মানুষের কিছু ক্ষোভ তৈরি হয়েছে। আবার পাঞ্জাব দখলের পর অরবিন্দ কেজরিওয়ালের আপ গুজরাতে আদা-জল খেয়ে নেমে পড়েছে। গুজরাতে আপ এবার ভাল ফল করতে পারে বলে মনে করছেন অনেকেই। কংগ্রেসও অতীতের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তার উপর ‘গোদের ওপর বিষফোড়া’ মোরবির সেতু দুর্ঘটনা।

সব মিলিয়ে গুজরাত নিয়ে বেশ চাপে রয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। তাই নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনি কৌসল স্থির করতে কোরকমিটির বৈঠক ডাকেন অমিত শাহ। বৈঠক শেষে প্রার্থী তালিকায় বেশকিছু নতুন মুখ থাকার ইঙ্গিত মিলেছে গেরুয়া শিবিরের তরফে। বেশ কয়েকজন বর্তমান বিধায়ক বাদ পরতে পারেন বলে জানা গিয়েছে। শেষ মুহূর্তে মানুষের ক্ষোভে প্রলেপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। এমনিতেই ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে গত চারমাস দফায় দফায় গুজরাত গিয়েছেন মোদী-শাহ-নাড্ডারা। জনমুখী প্রকল্প ঘোষণার পাশাপাশি সাংগাঠনিক বৈঠক করেছেন। আর গত একমাসে কার্যত গুজরাতে পড়ে থেকেছেন হেভিওয়েট নেতারা। স্বয়ং প্রধানমন্ত্রী মোদী শেষ কয়েকদিন নিজের রাজ্যে একাধিক প্রকল্প ঘোষণার পাশাপাশি প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে খবর, ভোটারদের মন জয়ে পেট্রল, ডিজেল ও গ্যাসের দাম কমানো হতে পারে। এমনিতেই কেজরিওয়ালের দল ক্ষমতায় এলে রাজ্যের মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ, শিক্ষা ও উন্নত চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কংগ্রেস প্রতিশ্রুতির বণ্যা বইয়েছে। তাই শেষ বেলায় পেট্রল, ডিজেল, গ্যাসের দাম কমিয়ে বিজেপি নির্বাচনী চমক দিতে চাইছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen