এক বছরে দেশে বন্ধ হয়েছে ২০ হাজার স্কুল, শিক্ষা নিয়ে উদাসিন মোদী সরকার?
কেন্দ্রের পেশ করা একটি পরিসংখ্যান দেশের শিক্ষা ব্যবস্থার হাল সামনে নিয়ে এল। কেন্দ্রের পেশ করা ওই রিপোর্ট বলছে, ২০২১-২২ সালে দেশে স্কুলের সংখ্যা কমেছে প্রায় হাজার কুড়ি! যে স্কুলগুলি রয়েছে তার মধ্যে বড় সংখ্যক স্কুলের পরিকাঠামোর অবস্থা খুবই খারাপ।
কেন্দ্রের পেশ করা রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে ভারতে স্কুলের সংখ্যা যেখানে ছিল ১৫.০৯ লক্ষ সেখানে ২০২১-২২ শিক্ষাবর্ষের শেষে স্কুলের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে মাত্র ১৪.৮৯ লক্ষ। অর্থাৎ ২০ হাজার স্কুল রাতারাতি কমে গিয়েছে। কমে গিয়েছে শিক্ষক সংখ্যাও। সরকারের রিপোর্ট বলছে, ২০২০-২১ সালে শিক্ষক সংখ্যা ছিল ৯৭.৮৭ লক্ষ, ২০২১-২২ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৫.০৭ লক্ষ। অর্থাৎ একবছরে শিক্ষক সংখ্যা কমেছে ১.৯৫ শতাংশ। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান বলছে যে স্কুলগুলি বন্ধ হয়েছে, তার অধিকাংশই বেসরকারি স্কুল। কোভিডকালে ছাত্রাভাবে সেগুলি বন্ধ করা হয়েছে। শুধু তাই নয়, কোভিডকালে অনলাইন শিক্ষা নিয়ে এত কথা হল, অথচ পরিসংখ্যান বলছে দেশে মাত্র ৪৪.৮৫ শতাংশ স্কুলে কম্পিউটার পরিষেবা রয়েছে। এর মধ্যে ইন্টারনেট পরিষেবা রয়েছে মাত্র ৩৪ শতাংশ স্কুলে!
ফলে বিরোধীরা স্বাভাবিকভাবেই এই রিপোর্ট নিয়ে মোদী সমকারের শিক্ষা নিয়ে উদাসিনতাকেই দায়ি করেছে।