বিসিসিআই’র সভাপতির পদ থেকে সৌরভকে সরানো নিয়ে জনস্বার্থ মামলা

রমাপ্রসাদ সরকার নামে এক আইনজীবী এই মামলাটি শুক্রবার কলকাতা হাই কোর্টে দায়ের করেছেন

November 5, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সম্প্রতি সৌরভ গাঙ্গোপাধ্যায়কে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সভাপতির পদ থেকে সরিয়ে রজার বিনিকে আনা হয়। যা নিয়ে নানা মহলে বিতর্ক তৈরি হয়েছিল। এবার বিষয়টি আদালতে গড়াল। কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।


রমাপ্রসাদ সরকার নামে এক আইনজীবী এই মামলাটি শুক্রবার কলকাতা হাই কোর্টে দায়ের করেছেন। ওই আইনজীবীর বক্তব্য, সুপ্রিমকোর্টের নির্দেশ ছিল ২০২৫ সাল পর্যন্ত সভাপতি পদে সৌরভ ও সচিব জয় শাহ স্বপদে বহাল থাকবেন। অথচ সৌরভকে সরে যেতে হল এবং জয় শাহ স্বপদে বহাল রয়েছেন। কেন সৌরভকে তবে সরানো হল? তাঁর মতে, সৌরভ গাঙ্গোপাধ্যায় বাংলার প্রাক্তন ক্রিকেটার। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। এটা বাংলার অপমান। এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen