দেশ বিভাগে ফিরে যান

দেশের ছয়টি রাজ্যের ৭টি বিধানসভা উপনির্বাচনে ট্রেন্ড কী? জেনে নিন

November 6, 2022 | < 1 min read

গুজরাত এবং হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচনের ঠিক আগেই ছিল দেশের ছয়টি রাজ্যের ৭টি বিধানসভায় উপনির্বাচন। সেই উপনির্বাচনে উত্তরপ্রদেশ, ওড়িশা এবং বিহারে নিজেদের জেতা আসন ধরে রাখল বিজেপি। এছাড়াও হরিয়ানায় কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিল একটি আসন।

কদিন আগে দেশের মোট ৬ রাজ্যের ৭টি আসন বিভিন্ন কারণে উপনির্বাচন হয়। এই ৭ আসনে মূল লড়াই ছিল বিজেপির সঙ্গে আঞ্চলিক দলগুলির। উত্তরপ্রদেশের গোলা গোরক্ষনাথ আসনটিতে সমাজবাদী পার্টির প্রার্থীর থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী ।

বিহারের দুটি আসনে উপনির্বাচন হয়েছিল। গোপালগঞ্জ আসনটিতে আরজেডি এবং বিজেপির জোর লড়াই হলেও শেষপর্যন্ত এগিয়ে বিজেপি। বিহারের অন্য আসন মোকামায় বিজেপির থেকে ফের বহু ভোটে এগিয়ে আরজেডিই।

ওড়িশার ধামনগরে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী।

হরিয়ানার একটি আসনে উপনির্বাচনের প্রয়োজন পড়েছিল কংগ্রেস বিধায়ক কূলদীপ বিষ্ণোই পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ায়। সেই আসনটিতেও বহু ভোটে এগিয়ে গেরুয়া শিবির।

এবারের উপনির্বাচনে মহারাষ্ট্রের আন্ধেরি ইস্টেই উদ্ধবপন্থী শিব সেনার প্রার্থী একপ্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।

অন্যদিকে তেলেঙ্গানায় মুনুগোডে আসনের উপনির্বাচনে টিআরএস সামান্য এগিয়ে আছে বিজেপি প্রার্থীর থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#indian politics, #By elections, #Trends, #India, #Election Commision of India, #politics

আরো দেখুন