দেশ বিভাগে ফিরে যান

ফেরেনি কালো টাকা, মুখ থুবড়ে পড়ল ‘নোটবন্দি’ নিয়ে করা মোদীর দাবি?

November 7, 2022 | < 1 min read

গলা ভরা ঘোষণাই করেছিলেন মোদী! নোট বন্দি হলেই নাকি দেশের সব কালো টাকা ফিরবো। কিন্তু কালো টাকা উদ্ধার হয়নি। জালনোটের দেদার রমরমা চলছে। আজও ডিজিটাল অর্থনীতির স্বপ্নপূরণ হয়নি। আগামীকাল নোটবাতিলের ছ’বছর পূর্তি, তার আগেই এমন তথ্য এল, যা প্রমাণ করে নোট বাতিল সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে। গত ২১ অক্টোবর অবধি পরিসংখ্যান বলছে, দেশবাসীর হাতে নগদের পরিমাণ বেড়েছে ৩০.৮৮ লক্ষ কোটি টাকা। প্রসঙ্গত, নোট বাতিলের সময় মোদী দাবি করেছিলেন, দেশের অর্থনীতির নগদ নির্ভরতা কমাতে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু পরিসংখ্যান বলছে, নোট বাতিল ডাহা ফেল।

২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেন মোদী। বলা হয়েছিল, আর্থিক দুর্নীতি কমবে, কালোটাকা উদ্ধার হবে এবং ডিজিটাল অর্থনীতি গড়ে উঠবে। কিন্তু, শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক এমন তথ্য দিল, যা মোদীর সব দাবিকে মিথ্যে প্রমাণ করে দিয়েছে। উল্টে দেশবাসীর হাতে নগদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ২১ অক্টোবর পর্যন্ত টাকার অঙ্ক ৩০.৮৮ লক্ষ কোটি বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান, ২০১৬ সালের ৪ নভেম্বর পর্যন্ত দেশের অর্থনীতিতে নগদের পরিমাণ ছিল ১৭.৭০ লক্ষ কোটি টাকা। ২০২২ সালের প্রায় দ্বিগুনের কাছাকাছি পৌঁছে প্রায় ৭১.৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে নগদ বৃদ্ধির পরিমাণ।

বলাবাহুল্য, নোট বাতিল মানুষকে ডিজিটাল অর্থনীতি নির্ভর করে তুলতে পারেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#black money, #modi govt, #NoteBondi, #Narendra Modi, #Nirmala Sitharaman, #demonetisation

আরো দেখুন