T-20 World Cup-এ বৃষ্টির জের, নিয়মে সংশোধনী আনল ICC

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্ৰুপপর্ব জুড়ে রিং মাস্টারের ভূমিকায় ছিল বৃষ্টি

November 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্ৰুপপর্ব জুড়ে রিং মাস্টারের ভূমিকায় ছিল বৃষ্টি। বরুণদেব একা হাতেই চার, চারখানা ম্যাচ বাতিল করিয়েছেন। একাধিক ম্যাচ বৃষ্টির জন্যে বিঘ্নিত হয়েছে, ওভার কমিয়ে ফলাফলে পৌঁছতে হয়েছে ডাকওয়ার্থ-লুইস নিয়ম মেনে। বৃষ্টিতে একাধিক ম্যাচ বিঘ্নিত হওয়ায়, এই সময়ে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ আয়োজন করার জন্যে নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছে আইসিসি। শেষ অবধি শেষ চারে পৌঁছেছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত এবং পাকিস্তান। এই পরিস্থিতি বৃষ্টির কথা মাথায় রেখেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগেই বেশ কিছু নিয়ম সংশোধন করেছে।

এবার ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হচ্ছে। আইসিসি সেমিফাইনাল ম্যাচগুলোতে রিজার্ভ ডে রাখছে। গ্রুপ পর্বের খেলাগুলির জন্য কোনও রিজার্ভ দিন ছিল না। ফলে বৃষ্টির কারণে ওভার কমানো হয়েছে বা দলগুলি পয়েন্ট ভাগাভাগি করেছে। পাশাপাশি খেলার ফলাফল নির্ধারণের জন্যে প্রয়োজনীয় ওভারের সংখ্যাও বাড়ানো হচ্ছে। নিয়ম ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি খেলার ফলাফল বিবেচনার জন্য ন্যূনতম ৫ ওভার খেলা হওয়ার প্রয়োজন। আইসিসি নিয়মে সংশোধন এনেছে, বৃষ্টিতে ব্যাহত হওয়া ম্যাচগুলিতে ন্যূনতম ১০ ওভার উভয়পক্ষকে খেলতেই হবে। তবেই ফলাফল ঘোষণা করা হবে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে এই নয়া নিয়ম কার্যকর হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন