খেলা বিভাগে ফিরে যান

অক্টোবরে ICC ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ হলেন বিরাট কোহলি

November 7, 2022 | < 1 min read

ICC-র বিচারে অক্টোবর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বিরাট কোহলি। এই প্রথমবার ICC ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ হলেন কোহলি। কোহলির আগে আইসিসি ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ হয়েছিলেন দেশের আরও চারজন ক্রিকেটার।

২০২১ সালের জানুয়ারিতে প্রথমবার আইসিসি-র ‘প্লেয়ার অফ দ্য মান্থ’পুরস্কার জেতেন ঋষভ পন্থ। পন্থ ছাড়াও ভূবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন ও শ্রেয়স আইয়ার এই পুরস্কার জিতেছিলেন।

পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার নিদা দার এশিয়া কাপে তাঁর চাঞ্চল্যকর ফর্মের জন্য মহিলাদের বিভাগে এই সম্মান জিতেছেন। দার ভারতীয় জুটি জেমিমাহ রড্রিগেস এবং দীপ্তি শর্মাকে পেছনে ফেলে এই সম্মান পেলেন।

মিডিয়া প্রতিনিধি, আইসিসি হল অফ ফেমার্স, প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় এবং ভক্তদের মধ্যে পরিচালিত বিশ্বব্যাপী ভোটের পর কোহলি এবং দার উভয়কেই বিজয়ী ঘোষণা করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Player of the month, #Virat Kohli

আরো দেখুন