গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১,০১৬
দেশে অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.০৩ শতাংশে।
November 10, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ১,০১৬ জন।
দেশে অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.০৩ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ১৩ হাজার ১৮৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৫১৪ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩ জনের।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪১ লক্ষ ২০ হাজার ২৬৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৩৮৫ জন।