রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে উত্তর-পূর্ব হাওয়ার প্রবেশ, রবিবার থেকেই মিলতে পারে শীতের ছোঁয়া

November 12, 2022 | < 1 min read

এবার রাতে পারদ পতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যে ইতিমধ্যেই উত্তর-পূর্ব হাওয়া প্রবেশ করছে। এর ফলে একধাক্কায় অনেকটাই কমবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী পাঁচদিন শুষ্ক থাকবে। উত্তুরে হাওয়ার জেরে রাজ্যে পারদ পতনের সম্ভাবনা তৈরি হয়েছে।

জানা যাচ্ছে, দার্জিলিং, কালিম্পংয়ে শনিবার হালকা বৃষ্টিপাত হতে পারে। সার্বিকভাবে সেখানেও রয়েছে পারদ পতনের সম্ভাবনা। আগামী সপ্তাহে তাপমাত্রায় আসতে চলেছে বড়সড় হেরফের। আগামী চার-পাঁচ দিনের মধ্যে ২-৩ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। শুক্রবারের তুলনায় শনিবার কলকাতার তাপমাত্রা কমেছে প্রায় ১ ডিগ্রি। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি। তবে কলকাতার সাথে সব জেলাগুলিতেই তাপমাত্রা কমবে আগামী কয়েক দিনে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Winter, #weather forcast

আরো দেখুন