দেশ বিভাগে ফিরে যান

ধাক্কা খেল মোদীর বিদেশনীতি, ভারতে সন্ত্রাসবিরোধী সম্মেলনে নারাজ ১৪ টি দেশ

November 13, 2022 | < 1 min read

মুখ থুবড়ে পড়ল মোদী-শাহর উদ্যোগ, আন্তর্জাতিক মহলে ডাহা ফেল সন্ত্রাস-বিরোধী সম্মেলন। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা, গুজরাত নির্বাচনের আগে মোদী-শাহকে সন্ত্রাস বিরোধী মুখ হিসেবে তুলে ধরার পরিকল্পনা করেছিল বিজেপি সরকার। তাই মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক ‘সন্ত্রাসের জন‌্য অর্থ নয়’ শীর্ষক আন্তর্জাতিক সম্মলনের আয়োজন করেছিল। কিন্তু অন্তত ১৪টি দেশ জানিয়েছে, তারা এতে যোগ দিতে পারছে না। ফুটবল বিশ্বকাপ, অভ‌্যন্তরীণ নির্বাচন ইত্যাদি বিভিন্ন কারণ দেখাচ্ছে দেশগুলি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিভিন্ন দেশের তরফে দেখানো কারণগুলি আদপে অজুহাত। ভারতের উদ্যোগকে দেশগুলি গুরুত্বই দেয়নি। এক্ষেত্রে মোদী বিদেশ নীতি ও কূটনৈতিক নীতি ব‌্যর্থ বলেই মনে করছে রাজনৈতিক মহল। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ১৮ নভেম্বর থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দু-দিনের আন্তর্জাতিক বৈঠক হওয়ার কথা। ভারত ৮৭টি দেশ এবং ২৬টি আন্তর্জাতিক সংস্থাকে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা।

১৪টি দেশ সাফ জানিয়েছে, দুদিনের এই বৈঠকে তারা অংশ নিতে পারবে না। ৫০টি দেশ এখনও পর্যন্ত বৈঠকে অংশ নেবে বলে জানিয়েছে এবং তাদের মধ্যে কয়েকটি দেশ প্রতিনিধি দল পাঠানোরও আশ্বাস দিয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালে প্যারিসে এবং ২০১৯ সালে মেলবোর্নে সন্ত্রাসবাদ মোকাবিলা বিষয়ক প্রথম দুটি সম্মেলন হয়েছিল। ২০২০ সালে ভারতে এই বৈঠকের আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু করোনার কারণে সেই সম্মেলন চলতি নভেম্বরে দিল্লিতে আয়োজিত হতে চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Terrorism, #Anti Terrorism, #Foreign Policy, #India, #Narendra Modi

আরো দেখুন