উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

পর্যটক টানতে বেঙ্গল সাফারি পার্কে আসতে পারে জলহস্তী, জেব্রা

November 14, 2022 | < 1 min read

শীতকাল মানেই পরীক্ষা শেষের ছুটিতে চিড়িয়াখানা ঘোরা। বেড়ানোর মরশুম আসতেই এবার বেঙ্গল সাফারি পার্ককে নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সাফারি পার্কের শোভা বাড়াতে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে সিংহ, জলহস্তি এবং জেব্রা আনার প্রস্তাব পাঠাচ্ছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। চলতি মাসের শেষেই প্রস্তাব পাঠানো হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বেঙ্গল সাফারি পার্কে অনেকদিন ধরেই আরও কিছু পশুপাখি আনার কথা ভাবা হচ্ছে। এবার পদক্ষেপ করতে আরম্ভ করল কর্তৃপক্ষ। উল্লেখ, সিংহ, জলহস্তি, জেব্রার মতো পশুপাখি কেন্দ্রীয় সরকারের চিড়িয়াখানা কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতেই অন্য কোনও চিড়িয়াখানায় থাকতে পারে। সেই অনুমোদনের জন্যেই প্রস্তাব তৈরি করছে বেঙ্গল সাফারি পার্ক। পার্কের অধিকর্তা দাওয়া শেরপা জানান, সিংহ, জলহস্তি, জেব্রার পাশাপাশি তারা হিমালয়ান কালো ভাল্লুক রাখার পরিকল্পনাও করছেন। সাফারি পার্কে প্রাণীদের জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরির কাজ চলছে। নতুন পশুপাখি এলে, পর্যটকদের আকর্ষণ বাড়বে এবং বেঙ্গল সাফারির আয়ও বাড়বে।

বন দপ্তর জানাচ্ছে, প্রস্তাবগুলি অনুমোদন পেলেই তারা পশু আনার প্রস্তুতি শুরু করবে। করোনার কারণে ধাক্কা খেয়েছিল পর্যটন, তারপর থেকেই পার্কে দর্শকদের আনাগোনা কমে গিয়েছে। অ্যাডভেঞ্চার স্পোর্টস চালু করা হয়েছে, তা আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে। প্রজাপতি বাগান চালু হয়েছে। তাই পর্যটক টানতে আকর্ষণীয় পশুপাখি আনার পথে হাঁটছে বেঙ্গল সাফারি পার্ক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal Safari Park

আরো দেখুন