দেশ বিভাগে ফিরে যান

মিজোরামে পাথর খনি ধসে মৃত অন্তত ১৫ জন

November 15, 2022 | < 1 min read

সোমবার একটি মর্মান্তিক ঘটনায় মিজোরামের হানথিয়াল জেলায় একটি পাথর খনি ধসে অন্তত ১৫ জন মারা গেছেন এবং বেশ কয়েকজন নিখোঁজ বলে জানা গেছে।

পাথর কোয়ারির ধ্বংসস্তূপ থেকে অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

হানথিয়াল জেলার ডেপুটি কমিশনার আর লালরেমসাঙ্গা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত নিখোঁজদের মধ্যে আটটি মৃতদেহ বিশাল ভূমিধসের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খুঁজে না পাওয়া পর্যন্ত অনুসন্ধান অভিযান চলবে বলে জানান তিনি।

লালরেমসাঙ্গা, যিনি জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যানও, বলেছেন, মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থলে দু’জন আধিকারিক এবং ১৩ জন স্টাফ সদস্যের সমন্বয়ে গঠিত ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) দলটি পৌঁছেছে।

নিখোঁজদের মধ্যে চারজন এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের কর্মচারী এবং আটজন চুক্তিভিত্তিক কর্মচারী, তিনি বলেন। এদের কেউই মিজো নন বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানিয়েছেন, আসাম রাইফেলস এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যরাও উদ্ধার অভিযানের অংশ ছিলেন।

মর্মান্তিক ঘটনাটি সোমবার বিকেল ৩টার দিকে মৌদারহ গ্রামে ঘটে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mizoram

আরো দেখুন