IFFI-তে সত্যজিৎ রায় নামাঙ্কিত পুরস্কার পাচ্ছেন মাস্টার স্প্যানিশ পরিচালক কার্লোস সউরা
২০-২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। গোয়া আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব বন্দিত পরিচালক সত্যজিৎ রায় নামাঙ্কিত লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন বিখ্যাত স্প্যানিশ চিত্রপরিচালক কার্লোস সউরা। ১৪ নভেম্বর দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রের তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হয়েছে।
ফ্ল্যামেঙ্কো, কারমেন, ব্লাড ওয়েডিং ইত্যাদির মতো একাধিক চলচ্চিত্রের রূপকার সউরা। তাঁর বানানো ছবিতে মুগ্ধ গোটা বিশ্ব।
গোল্ডেন বিয়ার, গোল্ডেন গ্লোব, বাফটাসহ নানান আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। বিশ্ব চলচ্চিত্রে অনন্য অবদানের জন্যে আধুনিক স্প্যানিশ ফিল্মের প্রাণপুরুষ ৯০ বছর বয়সী কার্লোস সউরাকে সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করছে IFFI।
এবার IFFI-তে ৭৯টি দেশের ২৮০টি ফিল্ম দেখানো হবে, ভারতের ২০টি ফিচার ও ২৮টি নন ফিচার ছবিও দেখানো হবে।চলচ্চিত্র উৎসবের এবারের থিম কান্ট্রি ফ্রান্স। ফ্রান্সের সেরা আট ছবি দেখানো হবে। অস্ট্রিয়ান ফিল্ম আলমা অ্যাণ্ড অস্কার দেখানোর মধ্যে চলচ্চিত্র উৎসবের সূচনা হবে। ক্রিস্তফ জানুসির পারফেক্ট নম্বর ছবিটি দিয়ে এবার চলচ্চিত্র উৎসব শেষ হবে। সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কি খিলাড়ি’ ও ‘গণশত্রু’ ছবি দুটি দেখানো হবে। দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত আশা পারেখের ছবি তিসরি মঞ্জিল, দো বদন, এবং কাটি পতঙ্গ দেখানো হবে বলে জানা গিয়েছে। হোমেজ বিভাগে লতা মঙ্গেশকর, বাপি লাহিড়ী, পণ্ডিত বিরজু মহারাজ, তরুণ মজুমদার, কেকে প্রমুখ প্রয়াত শিল্পীদের শ্রদ্ধা জানানো হবে।