খেলা বিভাগে ফিরে যান

কাতার বিশ্বকাপ বয়কটের ডাক প্যারিস, বার্লিনে! জেনে নিন কেন

November 16, 2022 | 2 min read

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরই কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। কিন্তু এবারের কাতারের বিশ্বকাপ নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। প্রথম থেকেই নানা বিষয়ে বিতর্কে জড়িয়েছে কাতার।

প্যারিস, বার্লিনে কাতার বিশ্বকাপ বয়কটের ডাক দেওয়া হয়েছে। অন্যবারের মতো এবার শহরের বিভিন্ন স্থানে বড় স্ক্রিনে খেলা দেখানো বা ‘ফ্যান জোন’ না করার কথা ঘোষণা করছে ফ্রান্সের একাধিক শহরের কর্তৃপক্ষ। টিভি সম্প্রচার বন্ধ রেখে কাতার বিশ্বকাপ বর্জনের ডাক দিয়েছে জার্মানির ফুটবল পানশালাগুলোও।

একবিংশ শতাব্দীর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্য এবার ফ্রান্সের। চার বছর আগে রাশিয়ায় ট্রফি হাতে তোলা দিদিয়ের দেশমের দল কাতারেও খেলবে অন্যতম ফেবারিট হিসেবে।

তবে করিম বেনজেমা, কিলিয়ান এমবাপ্পেদের এবারের বিশ্বকাপ অভিযান অনেক ফরাসিই দেখতে পারবেন না। কারণ, প্যারিস, মার্শেই, বোর্দো-সহ ফ্রান্সের বেশির ভাগ শহরই কাতার বিশ্বকাপ বর্জনের ডাক দিয়েছে।


কাতারের অভিবাসী শ্রমিক ও এলজিবিটি সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ হিসেবে এই বলে সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে। বার্লিনের ফারগো ফুটবল বারের মুখপাত্র জসচিক পেচ এএফপিকে বলেন, ‘আমরা কাতারে বিশ্বকাপ আয়োজনের পক্ষে নই। খেলা আয়োজনের মাধ্যমে তারা এমনভাবে নিজেদের তুলে ধরছে, যেটা তারা আসলে নয়। যেখানে যৌনজীবন মুক্ত নয়, সেখানকার খেলা দেখে আমরা উপভোগ করতে পারি না।’

কাতার ২০২২ বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পায় ২০১০ সালে। আয়োজক মর্যাদা পেতে ঘুষ দেওয়ার অভিযোগ থেকে শুরু করে এক যুগ ধরে শ্রমশোষণ, পরিবেশদূষণ, মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ ওঠে কাতারের বিরুদ্ধে।

TwitterFacebookWhatsAppEmailShare

#paris, #berlin, #Boycott Qatar, #Boycott Qatar world cup, #Boycott Trend

আরো দেখুন