রাজ্য বিভাগে ফিরে যান

ধীরে ধীরে শীতের ছোঁয়া কলকাতায়, কমছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা

November 17, 2022 | < 1 min read

ছবি সৌজন্যঃ আজকাল

মধ্যে নভেম্বরে বাংলার রাস্তায় মাঠেঘাটে ভোরবেলা কুয়াশার চাদর। কলকাতা সংলগ্ন মফঃসল শহরগুলোতেও ভোর রাতে ঠান্ডার আভাস পাওয়া যাচ্ছে। এরই মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আকাশ পরিষ্কার থাকবে। আর কয়েকদিন পর থেকেই উত্তুরে হাওয়াও প্রবেশের সম্ভাবনা রাজ্যে। তবে উত্তরবঙ্গে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Winter, #Weather forecast, #Temperature, #Weather Update, #Winter season, #West Bengal, #Kolkata

আরো দেখুন