দেশ বিভাগে ফিরে যান

ইডির শীর্ষকর্তার চাকরির মেয়াদ ফের বাড়ল, উঠছে প্রশ্ন

November 18, 2022 | < 1 min read

ফের চাকরির মেয়াদ বাড়ল ইডি’র ডিরেক্টর সঞ্জয়কুমার মিশ্রর। আরও একবছরের জন্য তাঁর চাকরির মেয়াদ বাড়ানো হল। এই নিয়ে পরপর তিন বছর চাকরির মেয়াদ বাড়ানো হল ৬২ বছর বয়সী সঞ্জয়কুমার মিশ্রর।

দেশ জুড়ে ইডির অধিনে বহু বিরোধী নেতার বিরুদ্ধে মমলা চলছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বিরোধীদের বিরুদ্ধে ইডির অভযানের ধারাবাহিকতা বজায় রাখতেই কি মোদী-শাহ’র আস্থাভাজন মিশ্রর চাকরির মেয়াদ বাড়ানো হল?

মিশ্রর মেয়াদ বাড়ানোর বিষয়টি গড়িয়েছিল আদালত পর্যন্ত। কয়েক মাস আগেই সুপ্রিম কোর্টকে সরকার জানিয়েছিল, মিশ্রর মেয়াদ বাড়ানোর পিছনে রয়েছে জনস্বার্থ। কেননা বহু গুরুত্বপূর্ণ মামলা এমন পর্যায়ে রয়েছে, যে সেগুলির যথাযথ নিষ্পত্তি করতে গেলে এটা নিশ্চিত করা দরকার যেন একই আধিকারিকদের অধীনে সেগুলির তদন্ত হয়। সেই সঙ্গে অর্থমন্ত্রক শীর্ষ আদালতকে এও জানিয়েছিল যে কোনও নতুন কাউকে নিয়োগ করা হলে পরিস্থিতি খতিয়ে দেখতে তাঁর সময় লাগবে।

৮ সেপ্টেম্বর মিশ্রর চাকরির মেয়ার বাড়ানোর বিরোধিতা করে যে মামলা রুজু করা হয়েছিল, তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছিল, যে তদন্তগুলি চলছে তা শেষ করার সুবিধার্থে যুক্তিসঙ্গত ভাবে মেয়াদ সঞ্জয়কুমার মিশ্রর চাকরির মেয়াদ বাড়ানো যেতেই পারে।

উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’র অধিকর্তা হিসেবে মিশ্র প্রথম নিযুক্ত হন ২০১৮ সালের ১৯ নভেম্বর। সেই সময় তাঁকে ২ বছরের নিয়োগ করা হয়েছিল। কিন্তু পরে ২০২০ সালের ১৩ নভেম্বর তাঁর নিয়োগপত্রটি বদলে ২ বছরের জায়গায় তা ৩ বছর করা হয়। এবার সেই মেয়াদ আরও ১ বছর বাড়াল কেন্দ্র।

TwitterFacebookWhatsAppEmailShare

#sanjay kumar mishra

আরো দেখুন