← খেলা বিভাগে ফিরে যান
আইএফএ শিল্ডের খেলা হবে অস্ট্রেলিয়ায়!
ভারতীয় ফুটবল সংস্থা চাইছে সারা বিশ্বে ভারতের ফুটবলপ্রেম পৌঁছে দিতে। তারই অঙ্গ হিসেবে এবার আইএফএ শিল্ডও হবে অস্ট্রেলিয়ায়! তবে ফুটবলাররা এই প্রতিযোগিতায় খেলবেন না। খেলবেন সমর্থকেরা।
জানা গিয়েছে, অস্ট্রেলিয়ায় থাকা বাঙালিদের ফুটবল ক্লাব ‘বঙ্গদূত’ এই উদ্যোগ নিয়েছে। সাহায্য করছে মোহনবাগান এবং আইএফএ।
ছেলেদের মোট চারটি দল খেলবে। প্রতিটি দলে থাকবে ছ’জন করে ফুটবলার। মেয়েদের খেলা হবে পেনাল্টি শ্যুটের মাধ্যমে। বাচ্চারাও খেলবে। তাদের দু’টি দল হবে। ২৬ নভেম্বর গ্র্যানভিলি সেন্টারে হবে ম্যাচগুলি। এই প্রতিযোগিতার জন্য মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ৫০টি জার্সি পাঠিয়েছেন। জার্সি পাঠাবে ইস্টবেঙ্গলও। অর্থাৎ কলকাতার দুই বড় ক্লাবকে এবার একে অপরের বিরুদ্ধে আইএফএ শিল্ডে খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়ার মাঠে।