খেলা বিভাগে ফিরে যান

রিফিউজি ক্যাম্প থেকে কাতার বিশ্বকাপ, ফ্রান্সের এডুয়ার্ডো যেন রূপকথার নায়ক

November 20, 2022 | < 1 min read

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স দলে সুযোগ পেয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা এডুয়ার্ডো কামাভিঙ্গা। রিয়ালের তরুণ প্রতিভা কামাভিঙ্গা ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন। ফ্রান্সের অনুর্ধ্ব ২১ দলেও খেলেছেন এডুয়ার্ডো। জিদানের দেশের তরুণটির জীবন যেন রূপকথা।

কঙ্গোর যুদ্ধের সময় অর্থাৎ ২০০২ সালে কোনমতে প্রাণ বাঁচাতে, কামাভিঙ্গার বাবা-মা অ্যাঙ্গোলার রিফিউজি ক্যাম্পে আশ্রয় নেন। সেই রিফিউজি ক্যাম্পেই এডুয়ার্ডোর জন্ম হয়। দুই বছর বয়সে খুদে কামাভিঙ্গা, মা-বাবা এবং অন্যান্য ভাইবোনদের সঙ্গে ফ্রান্সের ফোউগেরেস অঞ্চলে চলে আসেন। সেখানেই তার বেড়ে ওঠা, তবে এডুয়ার্ডোর খেলোয়াড় জীবনের শুরু জুডোর মাধ্যমে, মা চেয়েছিলেন ছেলে জুডো খেলুক কিন্তু বলকেই বেছে নিলেন এডুয়ার্ডো।

জীবন কিন্তু এডুয়ার্ডোর বারংবার পরীক্ষা নিয়েছে, ২০১৩ সালে তাদের বাড়ি সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। সব হারিয়ে শুরু হয় বেঁচে থাকার লড়াই। পরিবারের চাকা সচল রাখতেই এডুয়ার্ডোর পেশাদার ফুটবল খেলা শুরু হয়। তারপর ফ্রান্স দল, রিয়াল মাদ্রিদ সব যেন রূপকথা। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের পরিবর্ত খেলোয়াড় হিসাবে নেমে বেশ কিছু ম্যাচের ফল বদলে দেন এডুয়ার্ডো। মাদ্রিদের উয়েফা জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। কাতারে তার পায়ের যাদু দেখার অপেক্ষায় গোটা দুনিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#france, #FIFA World Cup 2022, #eduardo

আরো দেখুন