খেলা বিভাগে ফিরে যান

প্রথম ম্যাচেই গোল করে অনন্য নজির গড়লেন ১৮ বছরের গাভি

November 24, 2022 | < 1 min read

ছবি সৌজন্যেঃ টুইটার

স্প্যানিশ আর্মাডার আক্রমণে তছনছ হয়ে গিয়েছে কোস্টেরিকা। প্রথম ম্যাচেই গোল পেলেন ১৮ বছরের গাভি। সেই সঙ্গে খেলা তৈরিও করলেন তিনি। সেন্ট্রাল মিডফিল্ড থেকে দুটো উইংকে খেলালেন। মাঝমাঠে জাভিকে মনে করালেন গাভি। ১৮ বছরের তরুণ গড়লেন অনন্য নজির। গাভির জন্ম ২০০৪ সালের ৫ আগস্ট, অর্থাৎ ১৮ বছর ১১০ দিনের মাথায় বিশ্বকাপে গোল করে স্প্যানিশ ফুটবলের ইতিহাসে তরুণতম বিশ্বকাপ গোলদাতা হিসেবে নাম লিখিয়ে ফেললেন গাভি।

বিশ্বকাপের ইতিহাসে তরুণতম গোল স্কোরার হিসেবে আজও জ্বলজ্বল করছে পেলের নাম। ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে ১৭ বছর ২৪৯ দিন বয়সে সুইডেনের বিরুদ্ধে গোল করেছিলেন পেলে। প্রসঙ্গত, তরুণতম গোলদাতাদের মধ্যে দ্বিতীয় স্থানে রইলেন ১৯৩০-এর বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে গোল করা মেক্সিকোর ফুটবলার ম্যানুয়েল রোসেস।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pablo Gavi, #Goal, #Spain, #Qatar World Cup 2022, #FIFA World Cup

আরো দেখুন