খেলা বিভাগে ফিরে যান

অস্ট্রেলিয়াকে হারিয়ে মেলবোর্নে হিংসার শিকার ফরাসি সমর্থকরা

November 24, 2022 | < 1 min read

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স তাদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে পরাজিত করার পর মেলবোর্নে ফ্রান্সের ভক্তরা আক্রমণের শিকার হলেন। অস্ট্রেলিয়ার সমর্থকরা তাদের দিকে থুথু ছিটিয়ে এবং বোতল ছুড়লে মারলে পরিস্থিতি আগুন হয়ে ওঠে।

২৩ নভেম্বর স্থানীয় সময় সকাল ৬টায় অস্ট্রেলিয়ার উদ্বোধনী খেলা দেখতে হাজার হাজার লোক মেলবোর্নের ফেডারেশন স্কোয়ারে জড়ো হয়।

ক্রেগ গুডউইন প্রথম দিকে গোল দিয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেয়। কিন্তু ফ্রান্স শেষ পর্যন্ত তাদের ৪ গোল দেয়।

এরপরই হিংসা ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা গিয়েছে অসি সমর্থকরা তাদের প্রতিপক্ষের কাছ থেকে ফরাসি পতাকা ছিঁড়ে, ঘুষি ছুঁড়ছে, এমনকি তাদের দিকে থুথুও ছেটাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Violence, #Qatar World Cup 2022, #Fifa Qatar world cup 2022, #french fans, #aussie fans

আরো দেখুন