করোনার জের, রেখার বাংলো সিল করল BMC

BMC-র তরফে বাংলোর বাইরে একটি নোটিস বোর্ডও ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে লেখা রয়েছে, ‘কন্টেনমেন্ট জোন’।

July 12, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বলিউডের তারকাদের বাড়িতে কর্মরতদের করোনাভাইরাস পজিটিভের ধারা অব্যাহত। করণ জোহর, জাহ্নবী কাপুর এবং আমির খানের স্টাফের পর এবার রেখার মুম্বইয়ের বাংলোর নিরাপত্তারক্ষীর ধরা পড়েছে কোভিড ১৯ পজিটিভ। দেশের করোনা পরিস্থিতিতে সবচেয়ে খারাপ অবস্থা মুম্বইয়েরই। ফলে কোনও রকম ঝুঁকি না নিয়ে সিল করা হয়েছে রেখার বাংলো। BMC-র তরফে বাংলোর বাইরে একটি নোটিস বোর্ডও ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে লেখা রয়েছে, ‘কন্টেনমেন্ট জোন’।

রেখার বান্দ্রার ‘সি স্প্রিংস’ বাংলো শনিবারই সিল করে দিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। পুরসভা সূত্রের খবর, বলিউড ডিভার বাংলোয় এক নিরাপত্তারক্ষীর শরীরে করোনার প্রমাণ মিলেছে। এর পরেই বান্দ্রার ওই বাংলো সিল করে দেওয়া হয়েছে। যতক্ষণ না প্রশাসনের তরফে অনুমতি দেওয়া হচ্ছে ততক্ষণ ওই বাড়ি থেকে বেরনো বা বাড়িতে ঢোকা যাবে না। বাড়িই একেবারে লকডাউন।

৬৫ বছর বয়সী রেখার বাড়ি ‘সি স্প্রিংস’-এ দুজন নিরাপত্তারক্ষী। পরীক্ষায় তাঁদেরই একজনের করোনা পজিটিভ এসেছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। বিএমসির তরফে ওই বাড়িটি ও তার আশপাশের এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। তা ছাড়া বিএমসির কর্মীরা পুরো এলাকা স্যানিটাইজও করেছেন। যদিও রেখা নিজে কোনও বিবৃতি দেননি এ নিয়ে। বান্দ্রার এই এলাকাতেই বলিউডের তারকাদের একটা বড় অংশের বসবাস।

এর আগে আমির খানের বাড়িতে তাঁর সাত কর্মীর শরীরে মিলেছিল কোভিডের নমুনা। বনি কাপুরের বাড়িতেও তিন কর্মীর করোনা ধরা পড়ে। তবে এখনও পর্যন্ত কোনও তারকা বা তাঁর পরিবারের কেউ এই ভাইরাসে সংক্রমিত হননি। এদিকে, শুক্রবারই কলকাতায় অভিনেত্রী কোয়েল মল্লিক, স্বামী নিশপাল সিং রাণে এবং কোয়েলের বাবা-মা রঞ্জিত ও দীপা মল্লিকের করোনা পজিটিভ ধরা পড়েছে। তাঁরা প্রত্যেকেই হোম আইসোলেশনে রয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen