আজ বিশ্বকাপের ষষ্ঠতম দিনে কোন কোন দল মাঠে নামছে? জেনে নিন
আজ কাতার বিশ্বকাপের ষষ্ঠতম দিন। পুরোদমে শুরু হয়ে গিয়েছে ফুটবলের বিশ্বযুদ্ধ, চড়ছে পারদ। প্রায় অধিকাংশ দলই প্রথম ম্যাচ খেলে ফেলেছে। ঘটে গিয়ে তথাকথিত অঘটন। আর্জেন্তিনা ও জার্মানির হারের সাক্ষী থেকেছে বিশ্বকাপের দর্শক। অন্যদিকে, জয় পেয়েছেন ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন ও ব্রাজিল। সৌদি আরব ও জাপান নজর কেড়েছে। আজ চারটি ম্যাচ রয়েছে।
দিনের প্রথম ম্যাচে আহমেদ বিন আলি স্টেডিয়ামে মুখোমুখি হবে ওয়েলস ও ইরান। ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে খেলা। দৃষ্টিভঙ্গির বাছাই ইরান।
দ্বিতীয় ম্যাচ কাতার বনাম সেনেগাল, কাতার প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে। অন্যদিকে অনবদ্য ফুটবলে দর্শকদের মন জয় করেছে সেনেগাল। আল থুমানা স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধে সাড়ে ছ’টায় খেলা। দৃষ্টিভঙ্গির বাছাই সেনেগাল।
দিনের তৃতীয় ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ডস ও ইকুয়েডর। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতীয় সময় রাত সাড়ে ন’টায় খেলা। ইকুয়েডর প্রথম ম্যাচে জয় পেয়েছে। নেদারল্যান্ডসও প্রথম ম্যাচে জয় পেয়েছে। আজ তৃতীয় ম্যাচে দৃষ্টিভঙ্গির বাছাই ডাচরা।
ভারতীয় সময় রাত্রি সাড়ে বারোটায় আল বাইত স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড-আমেরিকা। প্রথম ম্যাচে দুরন্ত জয় পেয়েছে ইংল্যান্ড। দৃষ্টিভঙ্গির বাছাই ইংল্যান্ড।