দেশ বিভাগে ফিরে যান

করোনা আবহে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করার অনুরোধ কেজরিবালের, দিলেন চিঠি

July 12, 2020 | 2 min read

দেশের যুবসমাজের কথা ভেবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে এমনই অনুরোধ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল।

ইউজিসি-এর বিশ্ববিদ্যালয়গুলিকে পরীক্ষা নেওয়ার অনুমতির বিরোধিতা এর আগেই করেছে কেজরি সরকার। এবার সরাসরি চিঠি লিখে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে অনুরোধ করলেন কেজরিবাল।

তিনি প্রশ্ন তোলেন, “আইআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানেও যেখানে বিনা পরীক্ষায় ফাইনাল ইয়ারের পড়ুয়াদের ডিগ্রি দেওয়া হয়েছে, সেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তা করতে অসুবিধা কোথায়?”

বিশ্বজুড়ে তাবড় ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারের পড়ুয়াদের পরীক্ষা ছাড়াই ডিগ্রি প্রদান করেছে, চিঠিতে লেখেন কেজরিবাল।

এ বিষয়ে দিল্লির শিক্ষামন্ত্রী মনীশ শিসোদিয়া বলেন, “যেখানে অন্তিম বর্ষ বা সেমেস্টারের ক্লাস নেওয়াই সম্ভব হয়নি, সেখানে না পড়িয়েই পরীক্ষা নেওয়া অসম্ভব।” আগের পরীক্ষার ভিত্তিতেই মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #arvind kejriwal, #Final year exams

আরো দেখুন