খেলা বিভাগে ফিরে যান

আর্জেন্টিনাকে হারিয়ে বহুমূল্যের রোলস রয়েস গাড়ি পাচ্ছেন সৌদি ফুটবলাররা

November 26, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: রয়টার্স

কাতারের লুসাইল স্টেডিয়ামে দুইবারের ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয় ছিল এ বছরের সবচেয়ে বড় বিস্ময়। আর্জেন্টিনার পরাজয়কে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আপসেট বলে অভিহিত করেছেন অনেকে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা ৩-এ ও সৌদি আরব ৫১-এ। অনেকেরই প্রত্যাশা ছিল ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা সৌদি আরবকে সহজেই পরাজিত করবে। আর্জেন্টিনা তিন বছর ধরে অপরাজিত এবং ২০২২ সালের টুর্নামেন্ট জয়ের অন্যতম ফেভারিট।

সৌদি আরবের, অত্যাশ্চর্য জয়ের পরে সৌদি আরবের খেলোয়াড়দের প্রত্যেককে দেশটির রাজপরিবার থেকে একটি করে রোলস রয়েস উপহার দেবে। বলা হচ্ছে যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ কাতার থেকে ফিরে আসার পর খেলোয়াড়দের প্রত্যেককে RM6 মিলিয়ন রোলস রয়েস ফ্যান্টম উপহার দেবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rolls-Royce, #Argentina, #Saudi Arabia, #Qatar World Cup 2022, #FIFA World Cup Qatar 2022

আরো দেখুন