বাধ সাধলো বৃষ্টি, হ্যামিল্টনে ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে

ফের বাধ সাধলো বৃষ্টি, হ্যামিল্টনে ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে গেল

November 27, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফের বাধ সাধলো বৃষ্টি, হ্যামিল্টনে ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে গেল। সিরিজের প্রথম ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে ভারত। দ্বিতীয় ম্যাচ ভেস্তে যাওয়ায় ভারতের আর সিরিজ জয়ের কোনও সম্ভাবনা রইল না।

রবিবারে বৃষ্টির কারণে প্রথম থেকেই ম্যাচ বিলম্বিত হতে থাকে। টস জিতে ভারতকে ব্যাট করেন পাঠান কেন উইলিয়ামসন। ৪.৫ ওভার খেলা গড়াতেই বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে যায়। খেলা প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিল। ওভার সংখ্যা ৫০ থেকে কমিয়ে ২৯ নামিয়ে আনা হয়েছিল। এদিন খেলা শুরু হতেই ম্যাট হেনরির বলে তিন রানে ফেরেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান। সূর্যকুমার যাদব এবং শুভমন গিল ৬৬ রানের জুটি গড়ে ইনিংস এগিয়ে নিয়ে যেতে শুরু করেন। ১২.৫ ওভার নাগাদ ফের বৃষ্টি শুরু হয়। সূর্যকুমার ও শুভমন যথাক্রমে ৩৪ ও ৪৫ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টি কারণে ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen